‘আকর্ষণীয় মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে সিলেটের জাফলং

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৫

‘আকর্ষণীয় মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে সিলেটের জাফলং

12871529944_9cb075eaba_b
সুরমা মেইলঃ মেঘালয় পর্বতের পাদদেশে অবস্থিত অপরূপ সৌন্দর্যের আধার জাফলংয়ে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। বিশেষ করে শীত মৌসুমে এবং দুই ঈদের মৌসুমে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে জাফলংয়ে।

প্রকৃতিকন্যা সিলেটের জাফলং অপার সৌন্দর্যের এক মনোমুগ্ধকর লীলাভূমি। প্রতিবছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক জাফলংয়ের অপূর্বতায় মুগ্ধ হতে ছুটে আসেন। জাফলংয়ের সৌন্দর্যের অনত্যম আকর্ষণ হচ্ছে স্বচ্ছ জলের পিয়াইন নদী। তবে তা যেন এক ‘আকর্ষণীয় মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে!

গত প্রায় ১৩ বছরে পিয়াইন নদীর বুকে লাশ হয়েছেন ৩২ জন পর্যটক। নদীর জিরো পয়েন্টে সাঁতার কাটতে গিয়ে কিংবা নৌকা চড়তে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন তারা।

সর্বশেষ সোমবার পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে কুমিল্লা থেকে আসা ইব্রাহিম আলী নামক এক পর্যটকের।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গত এক যুগে পিয়াইন নদীতে কতজন পর্যটক মৃত্যুবরণ করেছেন, তার কোনো হিসেব নেই। তবে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, ২০০৩ সাল থেকে এ বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিয়াইন নদীতে লাশ হয়েছেন ৩২ পর্যটক।

পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশিতে জলকেলিতে মাতেন দেশ-বিদেশের পর্যটকরা। কিন্তু পর্যটকদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেই বললেই চলে সেখানে। মাইকিং করে পর্যটকদের সাবধান করার মধ্য দিয়েই দায় সারছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com