আখালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

আখালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

85-6
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর আখালিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে নিহারীপাড়া ডি ব্লকের ৪১ নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ১১ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, কয়েকটি মোবাইলসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। বাসার মালিক হাজী লিয়াকত আলী জানান- সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘরের পিছনের দুই গ্রীল কেটে ৫ জন ডাকাত তাদের ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সকল সদস্যদের মূখ বেঁধে একটি কক্ষে রাখে তারা। এছাড়াও লিয়াকত আলীকে অস্ত্রের মূখে জিম্মি করে ১১ ভরি স্বর্ণ, নগদ ৪৯ হাজার টাকা, মোবাইলসহ দামি মালামাল লুট করে নিয়ে যায় তারা। ডাকাতির খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com