সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা। এ সময় সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকার অবমাননা করে তারা।
সোমবার (২ ডিসেম্বর) এ ঘটনার পর আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর।
জানা গেছে, হিন্দুত্ববাদী ঐ সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।
সংগঠনের এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া বিনাকারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে।
এদিকে সোমবারের এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনও অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি