সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (০২ ডিসেম্বর) সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার একদিন পর এ সিদ্ধান্ত নিল সরকার।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়েছে।
।আরও পড়ুন
এতে বলা হয়, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।
এদিকে হাইকমিশনে হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ দেশটিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে মঙ্গলবার বিকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি