আগামী বছর নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৫

আগামী বছর নৌবাহিনীতে প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে
nou
সুরমা মেইলঃ আগামী বছর নৌবাহিনীর বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে বলে জানিয়েছেন সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

সংরক্ষিত নারী আসনের সাংসদ বেগম কাজী রোজীর এক প্রশ্নের মন্ত্রী জানান, সামরিক বাহিনীতে মোট তিন হাজার ৫০৫ জন নারী কর্মরত আছেন। এর মধ্যে সেনাবাহিনীতে ২ হাজার ৯৮৩ জন, নৌবাহিনীতে ২৮৩ জন, বিমান বাহিনীতে ২৩৯ জন নারী কর্মরত আছেন।

তিনি আরও জানান,  নারী ও পুরুষের অনুপাত সমতা করার জন্য এই সরকারের আমলেই সামরিক বাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নারী সদস্যের যোগদান ক্রমেই বৃদ্ধি পাবে। ২০১৬ সালে নৌবাহিনীতে বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com