আগামী মার্চে মেট্রোরেলের কাজ শুরু

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

আগামী মার্চে মেট্রোরেলের কাজ শুরু

m r

সুরমা মেইল নিউজ : মেট্রোরেলের রুট পরিবর্তন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী মার্চে মেট্রোরেলের কাজ শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্টোরেলের রুটের বিরোধীতা করে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্ররা। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর দিয়ে মেট্রোরেলের বিদ্যমান রুট পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি দিয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে মেট্রোরেলের রুট নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com