আগামী মৌসুমে বার্সেলোনার নতুন জার্সি

প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬

আগামী মৌসুমে বার্সেলোনার নতুন জার্সি

Manual1 Ad Code

images (1)

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত মৌসুম কাটিয়ে ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে থাকা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আগামী মৌসুমের জন্য নতুন জার্সি পরিকল্পনা উন্মোচন করেছে। মেসি-নেইমারদের নতুন জার্সির একটি রেপ্লিকা প্রকাশ করেছে তারা। ২০১৫-১৬ মৌসুমে হোম ও অ্যাওয়ের ম্যাচে নতুন এ জার্সি পড়েই মাঠ মাতাবে কাতালানরা।

মেসিদের আগের জার্সিতে মেরুন রঙের স্ট্রাইপগুলো ছিল উলম্ব। এবার নতুন জার্সিতে কাতালানদের পতাকার সাথে মিলিয়ে সেই স্ট্রাইপগুলো অনুভূমিক করা হয়েছে। নীল রঙের ওপর স্ট্রাইপ দেওয়া এ জার্সিই হবে ন্যু ক্যাম্পে আগামী মৌসুমের প্রথম চমক।

Manual1 Ad Code

বার্সেলোনার অ্যাওয়ে জার্সির নকশাতেও পরিবর্তন এসেছে। হলুদ রঙের ওপর উলম্ব লাল রঙের স্ট্রাইপ ছিল আগের জার্সিতে। নতুন অ্যাওয়ে জার্সিতে পেছনের দিকে উলম্বভাবে হলুদের ওপর লাল রঙের চারটি স্ট্রাইপ রাখা হয়েছে।

ক্রীড়া পোশাক-সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি মেসি-সুয়ারেজদের জন্য নতুন এই জার্সি তৈরি করেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code