সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ব্যাংক চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আগামী সপ্তাহে ঘোষণা করবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রথমার্ধের মুদ্রানীতি প্রস্তুত করছি। চলতি মাসের শেষের দিকে এটি ঘোষণা করা হবে। জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। এবারের মুদ্রানীতির মূল ফোকাস হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ঋণের প্রবাহ বাড়ানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন।
উল্লেখ্য, গত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ প্রক্ষেপণ করেছিল।
Design and developed by ওয়েব হোম বিডি