সিলেট ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সুরমা মেইলঃ নবাব মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর, আজহারউদ্দিন-সংগীতা বিজলানি, মহসিন খান-রিনা রয়ের পর আবারও ক্রিকেটের বাইশ গজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছে বলিউড। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসছেন হরভজন সিং ও গীতা বসরা।
এখন থেকে ঠিক এক মাস পর, আগামী ২৯ অক্টোবর সাতপাকে বাঁধা পড়বেন দুজনে। তবে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে ভাজ্জি ‘টিম ইন্ডিয়া’য় সুযোগ পেলে পিছিয়ে যেতে পারে বিয়ের তারিখ।
জানা গেছে, ভাজ্জি-গীতার বিয়ের আসর হবে পাঞ্জাব রাজ্যের জলন্ধর থেকে ২০ কিলোমিটার দূরে হোটেল ক্লাব কাবানায়। সেখানে তাদের বিয়ে হবে পাঞ্জাবি রীতিতে। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে জলন্ধরে তার বন্ধুদের কাছে নিজেই নাকি বিষয়টি জানিয়ে এসেছেন হরভজন।
বিয়ের ঠিক দু’দিন পর দিল্লিতে হবে রিসেপশন পার্টি। লম্বা অতিথি তালিকায় রয়েছে ক্রিকেট দুনিয়ার সেরারা। থাকবেন ভারতীয় দলের খেলোয়াড়রাও। নিমন্ত্রিত দক্ষিণ আফ্রিকা দলও।
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলার সময় হরভজনের বেশ কয়েকটি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন গীতা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন। নানা টানাপড়েনের মধ্যেও তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। একে অপরের সঙ্গে রয়েছেন বেশ ক’বছর ধরেই।
গুঞ্জনটা জোরালো হয়, এ বছর মুক্তি পাওয়া গীতার ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’-এ হরভজন অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করলে। এই ছবির প্রচারণাকালে গীতা অবশ্য বলেছিলেন, ‘ভাজ্জির সঙ্গে আমার বিয়ে নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। যখন বিয়ে করব, তখন সবাইকে জানিয়েই করব। ছাদের ওপর থেকে চিৎকার করে সবাইকে জানিয়ে দেব। আরে বাবা, আমি তো পাঞ্জাবি মেয়ে। আর জানেনই তো, পাঞ্জাবিদের বিয়ের সময় কী রকম ধুমধাম হয়। তাহলে চিন্তা কিসের! আপনারা সবাই জানতেই পারবেন।’
শোনা যাচ্ছে, হরভজন-গীতার বিয়েতে উপস্থিত থাকবেন মুম্বাই ইন্ডিয়ানস দলের মালিক মুকেশ ও নীতা আম্বানিও।
৩১ বছরের গীতা বসরা বলিউডে ৫-৬টা সিনেমায় অভিনয় করেছেন। ইমরান হাশমির বিপরীতে ‘দ্য ট্রেন’ ছবিতে নজর কাড়েন তিনি। তবে বলিউডে সেভাবে জমি পাকা করতে পারেননি গীতা।
অন্যদিকে, টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য ৩৫ বছরের ভাজ্জি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য দারুণ খাটছেন। দুজনের কাছেই ক্যারিয়ারের কঠিন সময়! এমন সময়ই সারাজীবন পাশে থাকার অঙ্গীকারের অনুষ্ঠান করতে চলেছেন ভাজ্জি-গীতা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি