৩০ মার্চ সিলেট আসছেন স্পীকার ড. শিরীন শারমিন

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

৩০ মার্চ সিলেট আসছেন স্পীকার ড. শিরীন শারমিন

2013-04-30-19-06-24-5180163074aac-10

সুরমা মেইল নিউজ : আগামী বুধবার (৩০ মার্চ) সিলেট আসছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। ওই দিন বেলা পৌনে ১টায় দিকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। পরে সেখান থেকে নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে মধ্যাহ্ন বিরতি এবং পরে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।

জিয়ারত শেষে স্পীকার বালাগঞ্জ উপজেলার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। বিকাল সোয়া ৪টার দিকে বালাগঞ্জ ডি এস উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

পরে তিনি হবিগঞ্জ জেলার বহুবল উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দি প্যালেস রিসোর্টে রাত্রীযাপন করে পরদিন বৃহস্পতিবার তিনি ঢাকার উদ্দেশ্যে বাহুবল ত্যাগ করবেন। স্পীকারের একান্ত সচিব এমএ কামলা বিল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com