আগুনে সাংবাদিক নান্নুর মৃত্যু : স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০

আগুনে সাংবাদিক নান্নুর মৃত্যু : স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা

সুরমা মেইল ডেস্ক : দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাড্ডা থানায় করা এ হত্যা মামলায় নান্নুর স্ত্রী শাহিনা হোসেন পল্লবী (৪৫) ও শাশুড়ি মোছাম্মদ শান্তা পারভেজকে আসামি করা হয়েছে।

 

সাংবাদিক নান্নুর বড় ভাই মো. নজরুল ইসলাম খোকন বাদী হয়ে সোমবার (২৯ জুন) দুপুরে মামলাটি করেন। মামলা নম্বর ৩৮। এর আগে মাত্র ছয় মাস আগে একই বাসায় একইভাবে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যান ওই সাংবাদিকের একমাত্র ছেলে পিয়াসও।

 

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, সাংবাদিক নান্নুর মৃত্যুর রহস্য উদঘাটনে এর আগে গঠন করা গুলশান বিভাগ পুলিশের তদন্ত কমিটি কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস, সিআইডি ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা আলাদা তদন্ত করছে। পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় করে নান্নুর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে।

 

তিনি আরও বলেন, আগুনে পুড়ে নান্নুর মৃত্যুর পর স্ত্রী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। সোমবার সাংবাদিক নান্নুর আগুনে পুড়ে মারা যাওয়াকে হত্যা বলে দাবি করে তার বড় ভাই নজরুল ইসলাম খোকন মামলাটি করলেন। আমরা এ মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

 

উল্লেখ্য, আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার ১০ তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সাংবাদিক নান্নু। গত ১২ জুন ভোর পৌনে ৪টার দিকে সেখানে রহস্যজনক আগুনে তিনি গুরুতর দগ্ধ হন।

 

সাংবাদিক নান্নুকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ১৩ জুন সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। ওই ঘটনায় তার স্ত্রী শাহীনা হোসেন পল্লবী বাদী হয়ে বাড্ডা থানায় একটি অপমৃত্যু’র মামলা করেন।

 

এর আগে মাত্র ছয় মাস আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান মিউজিক ডিরেক্টর স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com