আঙুলের ছাপের অপব্যবহারে ৩০০ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

আঙুলের ছাপের অপব্যবহারে ৩০০ কোটি টাকা জরিমানা

images (1)

সুরমা মেইল নিউজ : মোবাইলফোনের সিম নিবন্ধনে দেয়া আঙুলের ছাপের অপব্যবহার করলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানিকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই ছাপ সংরক্ষণ করা হয় না। এটি অপব্যবহারের সুযোগও নেই। এরপরও যদি কোনো নাগরিক আঙুলের ছাপ দিয়ে ক্ষতিগ্রস্ত হন, তাহলে যে অপারেটর এই আঙুলের ছাপ সংগ্রহ করেছিল, তাদের বিরুদ্ধে ওই নাগরিকের বিষয়ে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। সচিব বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হচ্ছে বলে মন্ত্রিসভা মনে করে। মন্ত্রিসভা আজ এ বিষয়টি নিয়ে জনগণকে আশ্বস্ত করার জন্য এসব সিদ্ধান্ত নেয়। শফিউল আলম বলেন, আমি নিজেও আমার ব্যবহার করা সিমকার্ডটি আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করেছি। আমার জানামতে মন্ত্রিসভার সদস্যরাও করেছেন। আমরা শুনতে পাই, আঙুলের ছাপ দিয়ে জায়গা-জমি হাত করা হতে পারে, অন্য বড় ক্ষতি হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এ ধরনের কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, সম্প্রতি আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের নির্দেশ দেয় সরকার। আগে কেনা সিমগুলো এই প্রক্রিয়ায় নিবন্ধন করতে হবে। নতুবা এপ্রিলের পর থেকে ফোন নম্বরটি সচল থাকবে না।  এই নিয়মে আঙুলের ছাপ নিয়ে অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চলে। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে, এই আঙুলের ছাপ কোথাও সংরক্ষণ করা হচ্ছে না এবং এর কোনো অপব্যবহার হবে না।  জনগণকে আশ্বস্ত করতেই এখন জরিমানার বিধান করলো মন্ত্রিসভা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com