সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের হাওরে নৌকা ডুবিতে এক শিশু নিখোঁজ রয়েছে। লোকজন শত চেষ্টা করে এখনও তার খোঁজ পায়নি শিশুর স্বজনরা।
জানাযায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা জমির আলীর শিশুপুত্র রমজান মিয়া (১০) সহ একই গ্রামের ৬ কিশোর ও যুবক রবিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় একটি ডিঙি নৌকা নিয়ে পার্শ্ববর্তী ঘাঘানির হাওরে মাছ ধরতে যায়।
প্রায় আধ ঘন্টা পর বিকাল ৬টায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া শুরু হলে, উত্তাল তরঙ্গে পড়ে ডিঙি নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও, শিশু রমজান হাওরের পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা খবর পেয়ে মাছ ধরার জাল নিয়ে অনেক খোঁজাখোঁজি করলেও রাত পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি