সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের আজমিরীগঞ্জে হত্যা মামলার ৪ আসামীকে কুমিল্লার লালমাই থানা এলাকা থেকে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ ।
রোববার মধ্য রাতে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লার লালমাই থানা এলাকায় অভিযান চালিয়ে ঐ ৪ আসামীকে গ্রেফতার করে সোমবার সকালে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে ।
আটককৃতরা হলেন- ২ নং বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত লকুছ মিয়ার ছেলে রিগান মিয়া(৩০),মৃত শায়েস্তা মিয়ার ছেলে আজিদ মিয়া(৩৭),মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে ইউনুস মিয়া(৪৭),এবং মোখলেছ মিয়ার ছেলে এলাছ মিয়া (২৮) ৷
সূত্রে জানা যায় গত ঈদুল ফিতরের দিন সকালে ২ নং বদলপুর ইউনিয়েনর পিরোজপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য কাজল মিয়া এবং তার চাচাতো ভাই হেলিম মিয়ার মধ্যে মাঠে ধান শুকানো নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে হেলিম মিয়ার ছোট ভাই আলমগীর মিয়া(১৮) গুরুতর আহত হয়ে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায় ।
এরই প্রেক্ষিতে গত ২৯ মে নিহত আলমগীর মিয়ার বড় ভাই হেলিম মিয়া বাদী হয়ে সাবেক ইউ পি সদস্য কাজল মিয়া এবং আটককৃত ৪জনসহ ২১ জনের নামে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং ০৬।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাকি পলাতক আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে ।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি