আজান বন্ধের আইন করছে ইহুদিবাদী ইসরাইল

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

আজান বন্ধের আইন করছে ইহুদিবাদী ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাসে মসজিদ থেকে আজান প্রচারের বিরুদ্ধে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ সংক্রান্ত একটি বিল তেল আবিবের সংসদে প্রাথমিক অনুমোদনও পেয়েছে।

পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ গোটা ইহুদিবাদী ইসরাইলের জন্য এ আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ২৭০০ ডলার সমপরিমাণ অর্থ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

পূর্ব বায়তুল মুকাদ্দাসে ফজর নামাজের আজান ভোর ৫টায় দেয়া হয়। এতে মসজিদের আশেপাশের আবাসিক এলাকার অনেক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে বলে বিলটি পাশ করানোর জন্য অজুহাত খাড়া করা হয়েছে।

এ বিলের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন এবং ইসরাইলের মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com