আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস

downloadসুরমা মেইল নিউজ :: আজ ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘বয়স বৈষম্য দূর করুন’।

১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরকে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেছেন, প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সঙ্গে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবীণদের জীবন সায়াহ্নে যথাযথভাবে দেখাশোনা করা এবং তাদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া রাষ্ট্র, পরিবার তথা সমাজের অবশ্যই কর্তব্য।

দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জরাবিজ্ঞান প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হবে। প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ নেতৃত্বে আগারগাঁও অধিদফতরের সামনে সকাল ১০টায় র‌্যালি থেকে শুরু হবে।

সূত্রঃ বাসস

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com