আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি: শেখ হাসিনা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬

আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি: শেখ হাসিনা

o
সুরমা মেইর নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষার উপর আঘাত করে জাতিকে ধংস করার চেষ্টা করা হয়েছিলো। পাকিস্তানিরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আমাদের দেশের ভাষা সৈনিকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সে মাতৃভাষা অর্জন করেছিলেন। আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে তাদের সম্মাননা তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আজ অনেকেই আছেন যাদের আমরা মূল্যায়ন করতে পারছি না। তাদের ও আপনাদের মূল্যায়ন এই পুরস্কারের মধ্য দিয়ে হয়না।
তিনি বলেন, মাতৃভাষাকে আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের যেমন অন্য ভাষায় শিক্ষা নিতে হবে তেমনি নিজেদের মাতৃভাষাতেও চর্চা করতে হবে। কারণ নিজেদের মাতৃভাষা ছাড়া প্রকৃত শিক্ষা হয় না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com