আজ খুলেছে শাবির ছাত্র হলগুলো

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

শাবি প্রতিনিধি :: শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুধবার বন্ধ ঘোষণার পরদিনই ক্যাম্পাস খুলে দিলেও আজ রবিবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ছাত্রদের আবাসিক হল।

তবে হল খুললেও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে প্রবেশ করতে পারবে।

হল খোলার বিষয়ে দ্বিতীয় ছাত্রহলের প্রভোষ্ট অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম জানান, দ্বিতীয় ছাত্র হলে আজ সকালের পর থেকে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই প্রবেশ করতে পারবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে হলের বৈধ পরিচয়পত্র বহন করতে বলা হচ্ছে।

অন্যদিকে শাহপরান হলের প্রভোষ্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন জানান, শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই সকাল থেকে শাহপরান হলে প্রবেশ করতে পারবে। এ ব্যপারে সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে হল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ছাত্রলীগের দুই প্রুপে সংঘর্ষের ঘটনায় গত বুধবার ছাত্রদের আবাসিক হলগুলোতে তল্লাশির পর খালি করা হয় এবং বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারী পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাস বন্ধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়াকে টানা ২২ ঘন্টা অবরুদ্ধ রাখলে জরুরী সিন্ডিকেটের মাধ্যমে পরদিনই ক্যাম্পাস খুলে দেয়া হয়। ক্যাম্পাস খুললেও হলগুলোতে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রবেশাধিকার নিষিদ্ধ রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com