আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

images

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি৭-এর আউটরিচ বৈঠকে অংশ নিতে চারদিনের সফরে আজ জাপান যাচ্ছেন। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপানের পররাষ্ট্র-বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

জানা যায়- প্রধানমন্ত্রী শুক্রবার সিমা কানকো হোটেলে জি৭ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। এছাড়া জি৭ আউটরিচ নেতাদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চে অংশ নিয়ে সেখানেও বক্তৃতা করবেন তিনি। একই দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আগামী শনিবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ট্রেনে নাগোয়া ত্যাগ করবেন শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।

রোববার সকালে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাপানের ব্যবসায়ী নেতাদের সংগঠন জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

জানা যায় এদিন বিকালে প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।পরে সন্ধ্যায় জাপানের হেনাডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com