সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় এদেশে দ্বিতীয়বারের মত দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্র্যাক ও অন্যান্য বেসরকারি সংস্থা দেশের ম্যালেরিয়াপ্রবণ ১৩টি জেলা ও ৭০টি উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর ম্যালেরিয়া দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দূর হোক ম্যালেরিয়া।
২০০৭ মালের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬০ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে ২০০৭ সাল থেকে প্রতি বছর ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
ম্যালেরিয়া এখনও প্রান্তিক মানুষের কাছে মৃত্যুর বার্তা নিয়ে আসে। প্রত্যেক বৎসর ৩৫০ মিলিয়ন থেকে ৫০০ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং তার মধ্যে ১ মিলিয়ন মানুষ এই রোগে মারা যায়। আফ্রিকাতে এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি। সেখানে প্রত্যেক ৩০ সেকেন্ডে একজন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ম্যালেরিয়া রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু আফ্রিকায় ম্যালেরিয়া এখনও সদর্পে তার রাজত্ব বিস্তার করেই চলেছে। বিশেষত সাহারা মরুভূমি সংলগ্ন দেশগুলো ম্যালেরিয়ার অবাধ রাজত্বের জন্য উপযোগী। ৫ বৎসর বয়সের কম শিশু ম্যালেরিয়ার আক্রমণের প্রধান শিকার। ম্যালেরিয়া আক্রান্ত গর্ভবতী মায়েরা মারাত্মক রকমের রক্তশূন্যতায় ভুগে থাকে।
রুয়ান্ডা, ঘানা, ক্যামেরুন, ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, এঙ্গোলা, মালি প্রভৃতি দেশের সরকার ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিসেপ ও হু এর সহায়তায় ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ঘানা একটি দারুণ কার্যকরী উপায় বের করেছে। তারা বসতবাড়ির চারপাশে নিম গাছ লাগিয়েছে। এছাড়াও নিমের পাতা চায়ের মত গরম জলে ফুটিয়ে সপ্তাহে একবার পান করলে লিভারকে সুস্থ রাখা যায়।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি