আজ সন্ধ্যায় ‘জরুরি’ বৈঠকে বসছে আওয়ামী লীগ

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫

আজ সন্ধ্যায় ‘জরুরি’ বৈঠকে বসছে আওয়ামী লীগ

logo-awami-lig

সুরমা মেইল : আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের ‘জরুরি বৈঠক’ ডেকেছে আজ ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com