আজ সিলেটে আসছেন এরশাদ

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

আজ সিলেটে আসছেন এরশাদ

imagesসুরমা মেইল নিউজ :: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে দলের ২৫ জন মন্ত্রী-এমপি-কেন্দ্রীয় নেতা আজ শনিবার সিলেটে আসছেন। বেলা ২টায় তারা নগরীর রেজিস্ট্রারি মাঠের সমাবেশে যোগ দেবেন।

এরশাদ ছাড়াও বিরোধী দলীয় নেতা ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য, কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিয়ািম সদস্য ফখরুল ইমাম, বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জিয়াউল হক মৃধা এমপি, সালাউদ্দিন মুক্তি এমপিসহ ২৫ জন প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com