আজ সিলেট আসছেন মীর্জা ফখরুল

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

আজ সিলেট আসছেন মীর্জা ফখরুল
মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

সুরমা মেইল নিউজ : আগামীকাল ৭ ফেব্রুয়ারি রবিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই সম্মেলনের একদিন আগেই আজ শনিবার সিলেট আসছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে অংশ দিতে শনিবার বিকেল ৪টায় সিলেটের উদ্দেশে রওনা হবেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান তার সফরসঙ্গী হবেন বলে জানা গেছে। বিএনপির নেতারা জানান, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে সাংগঠনিক জেলায় দল পুনর্গঠনের বিষয়ে সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় নেতারা সফর করবেন। এদিকে, অবশেষে সিলেট জেলা ও মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে । সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ২০০৯ সালের ২৫ নভেম্বর সর্বশেষ সিলেট জেলা বিএনপির সম্মেলন হয় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com