সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
সুরমা মেইলঃ কঙ্গনার ভাষ্যমতে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যখন মুক্তি পেয়েছিল তখন তার মাত্র আট বছর বয়স। তুমুল উত্সাহে ছবিটা দেখতে বসলেও ওই গানটা তার অনেক বেশি ভাল লেগেছিল। আর ভাল লেগেছিল শাহরুখকে। বলতে গেলে ওই বয়সেই প্রথম বলিউড বাদশার প্রেমে পড়েছিলেন কঙ্গনা।
মাত্র আট বছর বয়সেই বলিউড বাদশাহ শাহরুখের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউডের কুইন দীর্ঘ দিন মনের গভীরে লুকিয়ে রাখা সেই রহস্য ফাঁস করে দিলেন।
শাহরুখ খান তার বরাবরের পছন্দের। এমনকি শাহরুখের ‘দেবদাস’ দেখতে বসে অঝোরে কেঁদেছিলেন কঙ্গনা। কিন্তু কেন? তাঁর কথায়, ‘‘আসলে দেবদাস দেখতে গিয়ে আমার ভেতরে কী যে একটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারব না।’’ ভবিষ্যতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ারও করতে চান তার এই অনুরাগী।
Design and developed by ওয়েব হোম বিডি