আতুয়া নয়াগ্রাম সোনাই নদীর উপর নির্মাণ হচ্ছে সেতু : পাল্টে যাচ্ছে দৃশ্যপট

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

আতুয়া নয়াগ্রাম সোনাই নদীর উপর নির্মাণ হচ্ছে সেতু : পাল্টে যাচ্ছে দৃশ্যপট

আবুল আহসান রিমন :: দীর্ঘদিনের অবহেলিত জনপথে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের আরো একধাপ এগিয়ে বাস্তবেরূপ নিতে যাচ্ছে সোনাই নদীর উপর নির্মানাধীন সেতু। আগামী বৎসর মানুষ ও যানবাহন চলাচলের জন্য উদ্ভোধন করে খুলে দেয়া হবে প্রত্যাশিত সেতুটি সোনালী দ্বার। এতে পাল্টে যাচ্ছে দৃশ্যপট লাঘব হচ্ছে এ অঞ্চলের মানুষের শত বছরের দুঃখ-কষ্ট দূর্ভোগ।

বর্তমান সরকারের মাননীয় হুইপ আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি এর নিরলস প্রচেষ্টায় গত বছরের ২১মে শাহবাজপুর থেকে সারপার সিলেট অভিমুখী সড়কে লাতু জলঢুপ আতুয়া নয়াগ্রাম সোনাই নদীর উপর ১০০ মিটার সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজ শেষ হলে শাহবাজপুর থেকে সিলেট শহরের যাতায়াতে পনে দুই ঘন্টা প্রায় লাঘব হবে। বর্তমান সরকারে নিজস্ব অর্থায়ানে সোনাই নদীর উপর ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যায়ে ১০০ মিটার দৈর্ঘ্যের নির্মাণ কাজ ২০১৬ সালের আগষ্ট মাস থেকে শুরু হয় এবং ২০১৭ সালের জুন মাসে নির্মাণাধী কাজ শেষ হবে বলে জানা গেছে।

দু’ উপজেলা মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। ব্রিজটি উদ্ভোধনের পর বড়লেখা ও বিয়ানীবাজার এলাকা প্রায় লক্ষাধিক উপর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও বিয়ানীবাজার উপজেলার সারপার বাজারের বিপুল জনগোষ্ঠির পারাপার। হাইস্কুল, কলেজে যাতায়াত এবং বাজারের সংযোগ নিরবচ্ছিন্ন রাখার নিমিত্তে সোনাই নদীর উপর নির্মানাধীন সেতুটি বিশেষ অবদান রাখবে। যার পরিপ্রেক্ষিতে উপকার ভোগী জনগনের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নসহ কৃষকের পণ্য পরিবহনে সহজ হবে। স্বাস্থ্য, শিক্ষা ও আইন শৃংঙ্খলাসহ সব ধরনের উন্নয়ন কাজ দ্রুত হবে।

স্কুল কলেজের অনেক শিক্ষার্থীসহ এলাকাবাসীকে নৌকায় পার হওয়ার সময় নদীতে পড়ে হাবুডুবু খেতে হত। সেতুটি না থাকায় যেমন একদিকে মানুষের ক্রমাগত দূর্ভোগের শিকার হতে হতো এবং অন্য দিকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবে কৃষি নির্ভর উপজেলা দুটির মানুষ ব্যবসা-বানিজ্য ও সার্বিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল। ফলে দু-উপজেলাবাসী দীর্ঘ দিন ধরে এ সেতুটির নির্মাণের জন্য দাবি জানিয়ে আসছিলো। সেতুটি চালু হলে খুব সহজেই কয়েকটি ইউনিয়ন শাহবাজপুর হাট বাজার ও সারপার বাজার, উপজেলা এবং জেলা শহরসহ বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে ভূমিকা রাখবে। বাড়বে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান। এলাকার পুরো চেহারাই পাল্টে যাবে স্থানীয় বাসিন্দাদের জীবনমান আরোও উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com