আত্মহত্যা রত যুবককে ফেরালেন প্রেসিডেন্ট এরদোয়ান

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫

আত্মহত্যা রত যুবককে ফেরালেন প্রেসিডেন্ট এরদোয়ান

jakia..turkey 1_96114_0

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চাওয়া এক যুবককে সেতুর উপর থেকে রক্ষা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। পারিবারিক কারণে হতাশাগ্রস্থ ওই যুবক ইস্তাম্বুলের বসফরাস সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

ইস্তাম্বুলের দুই অংশ সংযোগকারী বসফরাস সেতু এশিয়া ও ইউরোপের সংযোগস্থল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এরদোয়ানের গাড়িবহর ওই সেতু অতিক্রম করার সময় প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ‘কান্নারত’ ওই যুবককে সেতুর ওপর থেকে লাফ দেয়া নিবৃত্ত করছে।

কিছুক্ষণ পর যুবকটি উঠে এলে তাকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়। কানে মোবাইল ফোন ধরা এরদোয়ান গাড়িতে বসেই যুবকের সঙ্গে কথা বলেন।

এ সময় এরদোয়ন ‘আত্মহত্যা করতে চাওয়া’ যুবককে সাহায্যের প্রতিশ্রুতি দেন বলে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

অবশ্য প্রেসিডেন্টের গাড়িবহর ওই সেতুতে আসার অন্তত দুই ঘণ্টা আগে থেকে স্থানীয় পুলিশ যুবককে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বলে তুরস্কের দোগান নিউজ এজেন্সি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com