আদনান সামিকে নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৫

আদনান সামিকে নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার
adnan
সুরমা মেইলঃ পাকিস্তানের সংগীতশিল্পী আদনান সামিকে নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার। আদনান সামির আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার এই পদক্ষেপ নিচ্ছে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে কাজ করছেন।
ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের ডন পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে পাকিস্তানের বিখ্যাত গজলশিল্পী গোলাম আলীকে মুম্বাইয়ে অনুষ্ঠান করতে দেয়নি ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল শিবসেনা। অথচ ভারত সরকার আদনান সামিকে নাগরিকত্ব প্রদান করার প্রক্রিয়া চললেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই।
আদনান সামির নাগরিকত্বের বিষয়ে ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতাগি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আদনান সামি ২০০১ সাল থেকে ভারতে বসবাস করছেন। ভারতীয় নাগরিকত্ব আইনের ১৯৫৫ সালের সেকশন ৬ অনুযায়ী তাকে এ নাগরিকত্ব দেয়া হচ্ছে।
বিজ্ঞান, দর্শন, শিল্প, সাহিত্য, বিশ্বশান্তি ও মানব উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ভারত সরকারের পক্ষ থেকে সন্মানসূচক এ নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে।
এ বছরের মে মাসে আদনান সামির ভিসার মেয়াদ পার হয়ে গেলে মানবিক দিক বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থাকার অনুমতি দেয়। সামির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয় বরাবর নাগরিকত্বের আবেদন করেছেন।
সামি এই নিয়ে দ্বিতীয়বার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলেন।
প্রায় দুই বছর আগে তার নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী বিভাগ।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com