আদনান সামির বাসায় রুনা লায়লা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

আদনান সামির বাসায় রুনা লায়লা

runa_106715

সুরমা মেইল নিউজ : বাংলাদেশের কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রুনা লায়লা পাকিস্তানি গায়ক আদনান সামির মুম্বাইয়ের বাসায় গিয়ে আড্ডা দিয়েছেন। সেখানে তিনি আদনান সামির নৈশভোজেও অংশ নেন। ফেসবুকে রুনা লায়লা এই খবর জানিয়ে লিখেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী আদনান সামি জি ও তার সুন্দরী স্ত্রী রয়া জির সঙ্গে রাতের খাবার খেয়েছি। তাদের ঘরটা খুব সুন্দর। সব সাজানো, গোছানো। চারপাশে অভিজাত আর মার্জিত ব্যাপার বোঝা যায় অনায়াসে। ভারতের মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সম্প্রতি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন রুনা। এর ফাঁকে আদনান সামির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বাড়িতেও নৈশভোজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। এরপর বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গেও দেখা হয়েছে তার।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com