আদালতের আদেশে ঘরছাড়া হচ্ছেন আদিত্য পাঞ্চোলি

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

আদালতের আদেশে ঘরছাড়া হচ্ছেন আদিত্য পাঞ্চোলি
surmamail.com
সুরমা মেইল : বাড়ির মালিককে হেনস্থার অভিযোগে পরিবারের অন্যান্য সদস্যসহ ঘরছাড়া হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে।

এই বছরের মধ্যেই তাকে বাড়ি ছা়ড়ার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ‘‘আপনি এক জন বড় মানুষ। আপনি একটা ফ্ল্যাট কিনতে পারেন। আপনার আচরণ মেনে নেওয়া যায় না।”

প্রায় তিন দশক ধরে বাড়িওয়ালার সঙ্গে মামলা চলছে পাঞ্চোলির। গত মাসে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় মুম্বাই হাই কোর্ট। সেই সঙ্গেই বাড়ির মালিককে এরিয়ার হিসেবে ১৩ হাজার রূপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাঞ্চোলি।

১৯৬০ সালে জুহুর এই বাংলো ভাড়া নিয়েছিলেন আদিত্য পাঞ্চলির বাবা। সেই সময় ভা়ড়া ছিল মাসিক ১৫০ টাকা। ১৯৭৭-এ বহু মাসের ভাড়া বাকি থাকার অভিযোগে মামলা করেন বাড়ির মালিক তারাবাই হাতে। ভাড়া মেটানোর কোনও নোটিস পাননি বলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন পাঞ্চোলি। সেই মামলাও খারিজ হয়ে গিয়েছে।

গত কয়েক বছর ধরেই কোনও না কোনও বিতর্কিত বিষয়ে বার বার শিরোনামে উঠে এসেছে পাঞ্চলি পরিবার। ২০১৩ সালে অভিনেত্রী জিয়া খানকে খুনের মামলা চলছে আদিত্যর ছেলে সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। এর মধ্যেই চলতি বছরে ‘হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন সুরজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com