আদালতে উপস্থিত হয়েছেন রাজনের বাবা-মা, ভাই

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৫

আদালতে উপস্থিত হয়েছেন রাজনের বাবা-মা, ভাই
baba
সুরমা মেইলঃশিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষিত হচ্ছে আজ রবিবার। সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় ঘোষণা করতে পারেন।

এদিকে রায় জানতে আদালতে হাজির হয়েছেন রাজনের বাবা আজিজুর রহমান, মা লুবনা বেগম ও ছোট ভাই সাজন।

একটাই আকূতি সবার, ফাঁসি চাই আমরা ফাঁসি হলে আমরা শান্তি পাবো।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা আদালতে এসে উপস্থিত হন।

গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদে বিস্ফোরিত হয়ে ওঠে গোটা দেশ। গত ২৭ অক্টোবর সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায়ের তারিখ নির্ধারণ করেন। রাজন হত্যাকান্ডের ৪ মাসের মাথায় ঘোষিত হচ্ছে রায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com