সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিদেশে যাওয়ার টাকা না পেয়ে ছোট দুই ভাইকে গলাটিপে খুন করেছে আপন বড় ভাই। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পুলিশের হাতে আটক খুনি নুরুল ইসলাম।
রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দারের আদালতে এই স্বীকারোক্তি দেয় নুরুল। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ছোট দুই ভাই আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮) কে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন নুরুল ইসলাম (২৫)। তিনজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীনগর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র। বুধবার (৬ জুলাই) দুপুরে বাড়ি থেকে গেলেও এরপর আর বাড়ি ফিরেনি তিনজনের কেউই।
ওই (বুধবার) রাতেই স্থানীয়রা একই উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রাম থেকে নুরুলকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
এরপর শনিবার সকালের দিকে স্থানীয় মানান বিলে দুই শিশুর মরদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে আজিজুর রহমান ও মতিউর রহমানের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নুরুল ইসলাম বেড়ানোর কথা বলে তার ছোট ভাইকে নিয়ে বের হয়। পরে উপজেলার মানান বিলে তাদেরকে নিয়ে গলা টিপে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। নিহত দুই ভাই আজিজুর রহমান ও মতিউর রহমান ঐদিন থেকে নিখোঁজ ছিল। নুরুল ইসলামও এসময় পালিয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি