বিনোদন ডেস্ক : অনুষ্কা শর্মার মডেলিং কেরিয়ার শুরু হয়েছিল বেঙ্গালুরুতে। সেই সময়ে বেশ কয়েকটি মডেলিং অ্যাসাইনমেন্ট করেন তিনি। শোনা যায়, কেরিয়ারের গোড়াতেই অনুষ্কার জীবনে প্রেম এসেছিল।
জোহেব ইউসুফ যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে শোনা যায়, তাঁর নাম জোহেব ইউসুফ। জানা যায়, দু’জনে একসঙ্গে মুম্বই এসেছিলেন ফিল্মে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে। স্ট্রাগলের দিনগুলি একে অন্যের পাশে দাঁড়িয়ে লড়েছিলেন। কপাল খুলে যায় অনুষ্কার।
‘‘রব নে বনা দি জোড়ি’’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে সুযোগ আসে। তার পরে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু জোহেব কোনও সুযোগ পাননি। অনুষ্কা ক্রমশ ব্যস্ত হয়ে পড়েন তাঁর কেরিয়ার নিয়ে। জোহেব নীরবে ফিরে যান নিজের শহর বেঙ্গালুরুতে। তার পর থেকে আর কোনওদিন অনুষ্কার জীবনে আসেননি তিনি। সেই বিচ্ছেদ দু’জনের