আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে শিগগিরই কমছে না

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৫

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে শিগগিরই কমছে না

fdsfsfs

সুরমা মেইলঃ একই সঙ্গে সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তটি সঠিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে শিগগিরই কমছে না।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক নিয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন। তবে স্পষ্ট করে কিছু বলেননি।

প্রধানমন্ত্রী বলেছেন, বহু বছর ধরেই ভর্তুকি দিয়ে জনগণকে কম দামে ডিজেল দিতে হয়েছে। এর মাধ্যমে সরকারের দায়দেনা হয়েছে ৩৭ হাজার কোটি টাকা। তেলের আন্তর্জাতিক দর কমায় আট হাজার কোটি টাকা ঋণ থেকে মুক্তি মিলেছে। এভাবে আরও কিছুদিন চললে জ্বালানি তেল থেকে উদ্বৃত্ত অর্থ যোগাযোগ ও বিদ্যুৎ খাতে পুনর্বিনিয়োগ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com