সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রকাশ্য আন্দোলনের নামে শত শত মানুষ মেরে কিছু করতে পারেনি, এখন তারাই গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। খুব স্পষ্ট বোঝা যায় যে, এর পেছনে কারা। বুধবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এদের চিহ্নিত করে ধরা হবে। জঙ্গিদের কোনো ধর্মও নেই, সীমাও নেই। মানুষ যখন নামাজ পড়ে, তখন এরা খুন করতে চায়।
এ সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে আটজনকে গুলি করে হত্যারও নিন্দা জানান। তিনি বলেন, আশা করি যুক্তরাষ্ট্রও তাদের দেশে ওই হত্যাকাণ্ডের ব্যবস্থা নেবে। সভায় ১০টি প্রধান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, রেলমন্ত্রী মজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি