আপনি ও আপনার সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে: দুদু

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

আপনি ও আপনার সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে: দুদু

images (1)

সুরমা মেইল নিউজ : তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, আপনি বলছেন, আপনার সরকার দেশবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। এটা প্রমাণ করতে বিএনপির বিরুদ্ধে দেশের যেকোনো নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনার জামানত বাজেয়াপ্ত হবে। কারণ, ইতোমধ্যে আপনি ও আপনার সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে।’ জনগণ জেগে উঠেছে। সুতরাং জোর করে বেশিদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে না। ২০১৬ সাল হবে পরিবর্তনের বছর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমানের দশম কারাবরণ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যহত আছে। তবে যতো ষড়যন্ত্রই করা হোক না কেন, অচিরেই দেশে ফিরে তিনি দলের হাল ধরবেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ভয়ংকর অনাচার ও দুঃশাসন গড়ে তুলেছেন। তিনি ও তার সরকারের মন্ত্রীরা ছাড়া এখন কেউ কথা বলতে পারে না। কারণ, এখন বাকস্বাধীনতা মানেই রাষ্ট্রদ্রোহিতা। প্রধানমন্ত্রীর কথার প্রতিবাদ করলেই বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়, মামলা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com