আপনি কি সেলফি রোগী? সাবধান হয়ে যান

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬

আপনি কি সেলফি রোগী? সাবধান হয়ে যান
534cde389b756-Selfie
তথ্য ও প্রযুক্তি : আপনি কি সেলফি জ্বরে আক্রান্ত? তাহলে সাবধান হয়ে যান এখনই। কারণ একটু ভালো করে লক্ষ করলে বুঝতে পারবেন, সেলফি তোলার নেশায় আপনি কতটা বুড়িয়ে গেছেন। ডাক্তাররা বলছেন, অতিরিক্ত সেলফি তুললে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তীব্র লাইট আর স্মার্টফোনের রেডিয়েশনে মুখে বলিরেখা দেখা দেয়। অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্রিটেনের লিনিয়া স্কিন ক্লিনিকের মেডিক্যাল ডিরেক্টর সাইমন জোয়াকি বলছেন, ‘যারা প্রচুর সেলফি তোলেন, তাঁদের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। ফোনের স্ক্রিন থেকে যে নীল আলো বের হয়, তা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে।’ ত্বক বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশনের প্রভাবে আমাদের উঘঅ ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের মেরামতিতে সহায়ক উঘঅ ক্ষতিগ্রস্ত হলে মুখে বলিরেখা দেখা দিতে পারে এবং ত্বক কুচকে বয়স্কদের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনকী ডাক্তাররা একনজর দেখে এটাও বলে দিতে পারেন যে, আপনি কোন হাতে মোবাইল নিয়ে সেলফি তোলেন। সাধারণত এক হাতে মোবাইল ধরে সেদিকে তাকিয়ে সেলফি তোলার সময় মুখের একটা দিক সরাসরি ফোনের সামনে আসে। কাজেই সেই দিকের ত্বকই ক্ষতিগ্রস্ত হয়।
আমেরিকার ওবাগি স্কিন হেল্থ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জেন ওবাগি বলছেন, ‘আপনি ধীরে ধীরে লক্ষ করবেন আপনার মুখের একটা দিক কালচে, নিস্প্রাণ হয়ে যাচ্ছে। মুখের অপর দিকে যেটা দেখা যাবে না।’ যারা মনে করছেন, সানস্ক্রিন লোশন মেখে সেলফি তুললে সমস্যা এড়ানো যাবে, তারা ভুল করছেন। কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লোশন পেরিয়ে আপনার ত্বকের ক্ষতি করতে সক্ষম।
কাজেই তাড়াতাড়ি বুড়িয়ে যেতে না চাইলে সেলফি ‘পাগলামি’ থেকে বেরিয়ে আসারই পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com