আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ শপথ গ্রহন কাল

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৬

আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ শপথ গ্রহন কাল

 

 

full

সুরমা মেইল নিউজ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম এবং বিচারপতি বজলুর রহমান। সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

আজ রবিবার তাদেরকে নিয়োগ দেয়া হয়। আগামীকাল সোমবার নতুন এই তিন বিচারপতি শপথ গ্রহন করবেন। আগামীকাল সোমবার সকালে সুপ্রিমেকোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ছয়জন বিচারপতি রয়েছেন। অপর পাঁচজন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন তিন বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com