সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
খেলাধুলা ডেস্ক :
আরও একটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ। আর তাদের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। ফরম্যাট, ভেন্যু কিংবা প্রতিপক্ষ বদলালেও বদলায় না বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র। ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। যার ফলে আফগানরা তুলে নিয়েছে ৯২ রানের বিশাল জয়। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গাজানফার।
বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন অনেক দিন পর দলে জায়গা পাওয়া সৌম্য সরকার, আর তার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম। তবে ইনিংসের চতুর্থ ওভারেই তানজিদ হাসান তামিমের বিদায়ে ১২ রানেই ভেঙে যায় এই জুটি।
তানজিদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন সৌম্য সরকার। অনেক দিন পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেন তিনি। তবে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৪৫ বলে ৩৩ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ডিপ ফাইন লেগে ফজলহক ফারুকির হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে শান্তর সঙ্গে তার ৫৩ রানের জুটি।
সৌম্যের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে ভর করে ১৯ ওভার ৪ বলে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। তবে এর পরেই ঘটে ছন্দপতন। অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা শান্ত ৬৮ বলে ৪৭ রান করে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ১২০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে তখনও জয়ের ম্বপ্ন দেখছিল টাইগাররা।
কিন্তু শান্তর বিদায়ের পর তাসের ঘরের মতো ভাঙতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ১২০ রানের সাথে মাত্র ২৩ রান যোগ করতেই সাজঘরে ফিরে গেছেন বাকি সাত টাইগার ব্যাটার।
শান্তর পর মিরাজের দলের হাল ধরার কথা থাকলেও তিনি ব্যর্থ হন। ৫১ বলে ২৮ রান করে আল্লাহ মোহাম্মদ গাজানফারের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
মিরাজের বিদায়ের পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়রা। তারা কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। তাদের বিদায়ের পর শেষদিকে তাসকিন-শরিফুলও দ্রুতই ফিরলে অলআউট হয় বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি