আফগানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৬

আফগানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

full_3564546_1459847729আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০০ জন। মঙ্গলবার কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আজিমি বলেন, পুলিশের সূত্রে আমরা জানতে পেরেছি এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আফগান সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে সে বোমাটির বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছে, বোমা বিস্ফোরণের পরপর গুলির শব্দও পাওয়া গেছে। পুলিশের বিশ্বাস, কাছাকাছি কোনো ভবনে একাধিক হামলাকারী অবস্থান করছিল।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে চেয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com