আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে সিসিক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে সিসিক

Manual7 Ad Code

download-(8)সুরমা মেইল নিউজ : আবারও অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)। সোমবার (১৩ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিসিক। অভিযানে নগরির বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০/২৫ টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুজ্জামান।

Manual7 Ad Code

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মহানগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মেডিকেল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সিটি কর্পোরেশনের নিজস্ব টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ পর্যায়ক্রমে ২০/২৫টি সাইনবোর্ড অপসারণ করে। অভিযানকালে সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মোঃ আব্দুল আজিজসহ কর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের কর শাখা জানিয়েছে- যেসব প্রতিষ্ঠান বিগত অর্থবছরের ট্যাক্স পরিশোধ করেনি তাদের তালিকা তৈরি করা হয়েছে। এছাড়াও নগরীতে অনুমোদন ছাড়া স্থাপিত বিলবোর্ডও পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

Manual2 Ad Code

এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান- আবারও বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান সিটি কর পরিশোধ করেনি তাদের বিলবোর্ড অপসারণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার স্বার্থে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড অপসারণ করার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এনামুল হাবীব।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code