আবারও আমেরিকায় মোনালিসা

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

আবারও আমেরিকায় মোনালিসা

download (3)

সুরমা মেইল নিউজ : মাটির টানে দেশে ছুটে এসেছিলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দর্শকের ভালোলাগা ও ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলেন। পাশাপাশি নতুন বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। ঈদে বিভিন্ন চ্যানেলে ছিল মোনালিসার সরব উপস্থিতি। কিন্তু ছোট পর্দায় নিজের সরব উপস্থিতি রেখেই গতকাল রাতের ফ্লাইটে মোনালিসা আবারো উড়াল দিয়েছেন আমেরিকার উদ্দেশে। যাওয়ার আগে আবেগতাড়িত কণ্ঠে তিনি মানবজমিনকে বলেন, ফিরে যাচ্ছি আমেরিকা। তবে যাওয়ার সময় সত্যিই মনটা অনেক খারাপ হয়েছে। যে কদিন দেশে ছিলাম খুব ব্যস্ততায় কেটেছে। বলা যায় ক্যামেরার সামনেই কেটেছে আমার প্রতিটি দিন। যে কারণে আম্মুকে খুব কমই সময় দিতে পেরেছি। তাই শেষ দিকে এসে আম্মুর পাশেই ছিলাম প্রতিটি মুহূর্ত। সহকর্মী অনেকের ভালোবাসা এবং সহযোগিতায় মুগ্ধ হয়েছি। যাচ্ছি ফিরে আমেরিকা। কিছু কাজ আছে। তাই এই মুহূর্তে না গেলেই নয়। আবার হয়তো খুব দ্রুত চলে আসবো। আবার সারপ্রাইজ দেবো সবাইকে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এদিকে এবার মোনালিসাকে ‘যমুনা ফ্যান’-এর বিজ্ঞাপনেই মডেল হতে দেখা গেছে। পাশাপাশি ঈদ ধারাবাহিক নাটক এস এ হক অলিকের ‘ভালোবাসা ভালোবাসি’, সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম’, সাজিন আহমেদ বাবুর ‘কিড সোলায়মান’ ও মোস্তফা কামাল রাজের ‘চুপি চুপি’তে তাকে অভিনয় করতে দেখা গেছে। এ চারটি ঈদ ধারাবাহিক চারটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকটি একক নাটকেও ছিল মোনালিসার অনবদ্য উপস্থিতি। অন্যদিকে মোনালিসার অভিনয়ে অনন্য ইমন পরিচালিত ‘ফিনিক্স ফ্লাই’ নাটকটি আগামীকাল ঈদের ৭ম দিন এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে। এতে তার বিপরীতে আছেন সজল, হিল্লোল। উল্লেখ্য, তিন বছর পর মোনালিসা গত এপ্রিলের শুরুতে দেশে আসেন। দেশে আসার পরই নির্মাতারা তাকে নিয়ে নাটক-টেলিফিল্ম নির্মাণের আগ্রহ দেখান। মোনালিসা চেষ্টা করেছেন সেক্ষেত্রে সময় দিতে। পাশাপাশি বেশ কয়েকটি চ্যানেলের টক শো’তেও অংশ নিয়েছেন তিনি। মোনালিসা জানান, যে ক’টা দিন তিনি দেশে ছিলেন তা তার জীবনের শ্রেষ্ঠ সময়ের একটি অংশ। তাই যাওয়ার বেলায় অনেক স্মৃতিই সঙ্গে নিয়ে তিনি আমেরিকা ফিরে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com