আবারও ক্ষমতায় ফিরেছে অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৫

আবারও ক্ষমতায় ফিরেছে অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি

siras

সুরমা মেইলঃ গ্রিসে রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পেয়ে আবারও ক্ষমতায় ফিরেছে অ্যালেক্সিস সিপ্রাসের নেতৃত্বাধীন বামপন্থী সিরিজা পার্টি।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, অ্যালেক্সিস সিপ্রাসের দলের এগিয়ে থাকার খবর নিশ্চিত হওয়ার পর থেকেই এথেন্সের রাস্তায় উল্লাস করছে জনতা।

প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, সিরিজা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন থেকে কিছুটা পিছিয়ে আছে। ফলে একক সরকার গঠন করতে পারছে না তারা। এই অবস্থায় গ্রিসের সামনে এখন কোয়ালিশন সরকারই একমাত্র উপায়।

এর অংশ হিসেবে অ্যালেক্সিস সিপ্রাসের সিরিজা পার্টি এরই মধ্যে ডানপন্থী ইন্ডিপেনডেন্ট গ্রিকস এর সাথে কোয়ালিশন সরকার গঠন করার ঘোষণা দিয়েছে।

এদিকে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যালেক্সিস সিপ্রাস এই বিজয়কে ‘জনতার জয়’ হিসেবে অভিহিত করেছেন।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা গ্রিসের জনগণ গত ছয় বছরে ৫ম বারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিল।

রোববার গ্রিসের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন-পূর্ব জরিপগুলোতে ভোটে বামপন্থি সিরিজা পার্টি ও রক্ষণশীল নিউ ডেমোক্রেসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা গ্রিসে গত ছয় বছরে এ নিয়ে পঞ্চমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মধ্যে চলতি বছরেই জাতীয় নির্বাচন হলো তিনবার।

চলতি বছর প্রথম দফায় জানুয়ারিতে জয়ী হয়ে সরকার গঠন করেছিল সিপ্রাসের সিরিজা পার্টি। এর পর জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন বেইল আউট চুক্তি ও কৃচ্ছ্রতার পরিকল্পনা গ্রহণ করা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়।

ক্ষমতার আট মাসের মধ্যে সিরিজা সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে চাপে পড়ে নির্বাচনের ডাক দিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিপ্রাস।

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com