আবারও পর্দায় ফিরছেন রানী মুখোপাধ্যায়

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

আবারও পর্দায় ফিরছেন রানী মুখোপাধ্যায়

Manual7 Ad Code

download-5বিনোদন ডেস্ক :: বাচ্চাদের দেখাশোনার জন্য মাকে একটু হলেও সময় দিতেই হয়! সেই সময়টুকুই মেয়ে আদিরাকে দিচ্ছিলেন এতদিন রানি মুখোপাধ্যায়। এবং সময় নিচ্ছিলেনও! আবারও রুপালি পর্দায় ফেরার আগে নিজেকে তৈরি করার জন্য।

সেই সব পর্ব এখন সারা! জানা গেছে, ছবি শুরুর প্রাথমিক কাজকর্মও হয়ে গেছে। এবার শুধু শুটিং শুরু করলেই হয়!

Manual8 Ad Code

তা, কীরকম চরিত্রে অভিনয় করতে চলেছেন রানি? ছবির নামই বা কী? ছবিটার পরিচালক কে?

Manual1 Ad Code

ছবির পরিচালকের নাম সিদ্ধার্থ পি মালহোত্রা। ২০১০-এ কারিনা কাপুর খান আর কাজলকে নিয়ে একটা ছবি বানিয়েছিলেন তিনি, নাম ছিল উই আর ফ্যামিলি। সেই ছবি খুব একটা চলেনি। তাই এবার রানি আর তাঁর পরিচালক-প্রযোজক স্বামী আদিত্য চোপড়ার হাত ধরে ঘুরে দাঁড়াতে চলেছেন সিদ্ধার্থ।

Manual6 Ad Code

খবর এসেছে, এই ছবিটিও বলিউডের বায়োপিকের তালিকায় আরেকটি সংযোজন হতে চলেছে। যার মধ্যে সমাজসংস্কারের ইঙ্গিতও থাকবে। এর বেশি আর কিছু এখনই জানা যাচ্ছে না। এমনকী, ছবিটির নামও ঠিক হয়নি এখনও!

Manual4 Ad Code

আর, কানাঘুষায় শোনা যাচ্ছে এক জমাটি খবর! সিদ্ধার্থের এই ছবিতে প্রথমে নায়িকার চরিত্রটা করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু, প্রিয়াঙ্কা একদিকে যেমন হলিউডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তেমনই অন্যদিকে আদিত্যর মনে হয় চরিত্রটা রানিই ভাল করতে পারবেন! ফলে, পাকা হয়ে গেল ফের তাঁর রুপালি পর্দায় ফেরার খবর!

আর কী! এবার শুধু পরিচালক লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই হয়!

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code