আবারও পাথর ভর্তি ট্রাকে পাচার হচ্ছিলো ভারতীয় চিনি!

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

আবারও পাথর ভর্তি ট্রাকে পাচার হচ্ছিলো ভারতীয় চিনি!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে প্রায় ৬ লক্ষ টাকার ভারতীয় চিনির চালানসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

 

মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহরতলীর দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামন থেকে ১০০ বস্তার চোরাচালানের চিনি আটক করা হয়।

 

জব্দকৃত চিনির বাজার মূল্য ৫ লক্ষ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিলেট শহরের দিকে আসা পাথর ভর্তি রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক শাহপরান (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম সামনে থামিয়ে তল্লাশী করে পাথরের নিচ থেকে ১০০ বস্তা চোরাচালানের ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় জড়িত মোঃ দিলদার আহমদ নামে একজনকে গ্রেপ্তার হয়। জব্দ করা হয় ট্রাকও।

 

গ্রেপ্তারকৃত মোঃ দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট থানাধীন নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে।

 

গ্রেফতারকৃত ব্যক্তি ও অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে বলে জানায়।

 

এ বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার এফআইআর নং-৮, তারিখ-০৪ ফেব্রুয়ারি ২০২৫।


।আরও পড়ুন


(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com