সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : মাত্র ২৩ দিনের মাথায় আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ১২২৫ টাকা। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে ১৩ ফেব্রুয়ারি ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৪৬ হাজার ১৮৯ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৪ হাজার ৯০ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৭ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে। বর্তমানে এ দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৬৫ টাকা, ২১ ক্যারেটের ক্ষেত্রে ৪২ হাজার ৮৬৫ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৩৬ হাজার ২১৭ টাকা। প্রতি ক্ষেত্রেই এক হাজার ২২৫ টাকার মতো বেড়েছে। বর্ধিত দাম অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৬ হাজার ৩৬১ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ১৩৬ টাকা। এ ক্ষেত্রেও বেড়েছে এক হাজার ২২৫ টাকা। সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বাড়ছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। সোমবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১০৮ টাকা। প্রচলিত মানদন্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। পুরোনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি