আবারও সুনামগঞ্জ সদরের চেয়ারম্যান চপল

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪

আবারও সুনামগঞ্জ সদরের চেয়ারম্যান চপল

সুনামগঞ্জ প্রতিনিধি :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে খায়রুল হুদা চপল জয়ী হয়েছেন। বুধবার (০৫ জুন) রাত ৮টায় বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

 

খায়রুল হুদা চপল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী স্মরণ আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।


।আরও পড়ুন


সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার ২ লাখ ২৮ হাজার ৫৩৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৭৯১ ও নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৭৪১ জন। হিজড়া একজন। উপজেলায় ভোটকেন্দ্র ৭৮টি।

 

জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com