আবারও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫

আবারও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন

সুনামগঞ্জ প্রতিনিধি :
আবারও সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে তিনটি পরিবারের ৬ নারী, ৭ পুরুষ ও ৭ শিশু রয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটে।



পুশইনকৃতরা হলেন- কুড়িগ্রামের দক্ষিণ আজুয়াটারি গ্রামের মো. জয়নাল আবেদীন (৫৫), তার প্রথম স্ত্রী মোছা. জাহেরা বিবি (৩৬), দ্বিতীয় স্ত্রী মোছা. মনোয়ারা বিবি (৩৩), ছেলে মো. মজিদুল ইসলাম (১৮), মো. আশিদুল হক (১৫), মো. আব্দুল্লাহ (৫), মো. ইসমাইল (২), মেয়ে মোছা. আকলিমা খাতুন (১৪), মোছা. জামিলা (১৩), মোছা. সুমাইয়া (১০), মজিদুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনা বিবি (১৮)।

 

একেই জেলার বড় ভিটা গ্রামের মো. নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪), ছেলে মো. মমিনুল (৩২), মো. মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮), ছেলে মো. আল আমিন (৭), মেয়ে মোছা. মনিশা (৫), ছেলে মো. মাসুদ (১৬) এবং পাবনা জেলার ভেড়ামারা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. জান্নাতুল ফেরদৌস (২০)।

 

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে পাঠানোর পর সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি। আটকদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে গত ২৮ মে ছাতকের একই সীমান্ত দিয়ে ১৬ জন ও ১২ জুন ১৭ জনকে পুশইন করে বিএসএফ।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com