সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
সুরমা মেইল : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষী অনুপস্থিত থাকায় আজও সাক্ষ্যগ্রহণ হয়নি। এ নিয়ে ১৩ দফা পেছানো হলো আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ।
বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর স্বাক্ষ্যগ্রহণের তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সাক্ষ্যগ্রহণের অষ্টাদশ দিনে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু সাক্ষী আদালতে হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। তবে আজ এ মামলায় গ্রেপ্তারকৃত ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের বরখাস্ত মেয়র জি কে গৌছসহ ১২ জনকে আদালতে হাজির করা হয়।
এডভোকেট কিশোর কর আরো জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
গত বুধবারও একই কারণে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষী কিংবা আসামির অনুপস্থিতির কারণে দেশে-বিদেশে আলোচিত এই হত্যা মামলার সাক্ষগ্রহণের তারিখ পেছাচ্ছেই। ফলে হত্যাকাণ্ডের দশ বছর পার হতে চললেও মামলার কোনো কুল-কিনারা হচ্ছে না।
প্রসঙ্গত, টানা নয় দফা পেছানোর পর গত ১৩ সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলার কারান্তরীণ ও জামিনে থাকা সকল আসামির উপস্থিতিতে মোট ৩২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি