আবার ফিরছেন জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৫

আবার ফিরছেন জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা

Kaniz

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা কানিজ সুবর্ণা দীর্ঘদিন ধরে গান করছেন না। কানিজ ভক্ত-শ্রোতাদের অপেক্ষায় রেখেছেন ৮ বছর! অবশেষে নতুন গান ও ভিডিও নিয়ে ফিরছেন তিনি।

কানিজ জানান, ২০০৭ সালে সর্বশেষ নতুন গান প্রকাশ করেছিলেন তিনি। এরপর ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাঝে ‘মাটির ঠিকানা’ সিনেমায় একটি গান গাইলেও অডিওতে আর কোনো গানে শোনা যায়নি তার কণ্ঠ। এবার কানিজ সূবর্ণা গেয়েছেন একটি মিশ্র এ্যালবামে। ডিজে রাহাত ফিচারিং ‘সাড়া দাওনা’ শিরোনামের গানটিতে ৩১ জুলাই তিনি কণ্ঠও দিয়েছেন। রবিউল ইসলাম জীবনের কথায় সুর করেছেন মীর মাসুম।

কানিজের গান প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘অনেক দিনের পরিকল্পনা ছিল কানিজ আপার জন্য একটি গান করার। কিছুদিন আগে গানটি তৈরি করে তাকে পাঠাই। তিনি খুব পছন্দ করেন।’

কিছুদিনের মধ্যে কানিজের ‘সাড়া দাওনা’ গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। এরপর বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে গানটি প্রকাশ করা হবে বলে জানান রাহাত।

চলতি বছরের শেষ দিকে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ নামের মিশ্র এ্যালবামে থাকবে কানিজের ‘সাড়া দাওনা’ গানটি। এতে আরও থাকছেন এ সময়ের জনপ্রিয় শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com