আবার বাড়লো স্বর্ণের দাম

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

আবার বাড়লো স্বর্ণের দাম

সুরমা মেইল ডেস্ক :
স্বর্ণের দাম আরও বেড়েছে। ছয় দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৪৭ টাকা করা হয়েছে।

 

অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দর কার্য‌কর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

 

আন্তর্জাতিক বাজারে দাম কমায় টানা তিন দফা দাম কমানোর পর গত ২৬ জুলাই প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছিল।

 

দুই দিনের ব্যবধানে ২৮ জুলাই আরও ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়। বুধবার ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

 

সবমিলিয়ে আট দিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১৩২ টাকা বাড়ল।


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com